সিরাজগঞ্জের তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোডনামক এলাকায় পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দেলবার হোসেন মহুরি (৫৫) নিহত হয়েছে। সে তাড়াশ উপজেলার মানিকচাপড় গ্রামের অবের আলীর ছেলে।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার রাতে দেলবার হোসেন মহুরি মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে রাস্তায় পড়ে থাকা ইউক্যালিপটাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারে এখনও শোকের মাতম কাটেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।