ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পটিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের পটিয়ার কচুয়ায় ইউপির সাবেক চেয়ারম্যান জসিম গ্রেফতার চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর ২নং গেট এলাকা থেকে তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। গেল বছরের ৪ আগস্ট পটিয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে পটিয়া থানায়।

শনিবার রাতে তাকে দেখতে পেয়ে স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে খবর দেয়। পরে পাঁচলাইশ থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ তার ফেসবুক পোস্টে জসিম চেয়ারম্যানকে গ্রেপ্তারের ভিডিও ও ছবি পোস্ট করে লিখেন- ‘যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরত পারবে, আমি বলি তারা ঘুমের ঘোরে আছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেব না।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, যেহেতু তার বিরুদ্ধে পটিয়া থানার বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। সেহেতু আমরা তাকে পটিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করব। তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

ইউপি চেয়ারম্যান,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত