ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় মো. শাজাহান মৃধা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার কেসমত আলী মৃধার ছেলে এবং রাজবাড়ী জেলা জজ আদালতের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের দাবি, শাজাহান মৃধা হঠাৎ করে শ্বাসকষ্টে আক্রান্ত হলে সকালে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তাকে অক্সিজেন সাপোর্ট দিলে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছিলেন। কিন্তু পরে এক চিকিৎসক অক্সিজেন সরিয়ে দিলে তার অবস্থার অবনতি ঘটে এবং দ্রুত সময়ের মধ্যেই তিনি মারা যান।

মৃতের শ্যালক ও রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম লাবলু বলেন, “আমার বোন জামাই শ্বাসকষ্টে ভুগছিলেন। অক্সিজেন দেওয়ার পর একটু ভালো লাগছিল। হঠাৎ একজন চিকিৎসক অক্সিজেন সরিয়ে দেন। এরপরই তার মৃত্যু হয়। আমরা এই ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিচার দাবি করছি।”

ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগ ও শ্বাসকষ্ট মিলিয়ে রোগীর মৃত্যু হয়েছে। তবে যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে, তাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

হাসপাতাল,ভুল চিকিৎসা,রোগীর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত