ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

চকরিয়ায় শ্মশান থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়ায় শ্মশান থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) রাত ১১টার দিকে চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার শ্মশান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

সুমন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের দক্ষিণ বাজার বড়ুয়া পাড়ার সচিন্দ্র বড়ুয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী সহকারী ছিলেন।

নিহত সুমন বড়ুযার মা আরতি বালা জানান, সকালে বাড়ির অদূরে স্থানীয় একটি শ্মশানের নির্মাণ কাজে যায়। দুপুর খাবার খেতে বাড়িতে আসেনি। হেড মিস্ত্রী পায়ে আঘাত পাওয়ায় সকাল ১০টার দিকে বাড়ি চলে যায়। পরে সুমন একা কাজ করছিল। রাতে ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন দিলে রিসিভ করেনি। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই শ্মশানে তার উপুড় হয়ে থাকা মরদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহের মুখের ডান পাশে থেতলানো দাগ রয়েছে। জিহ্বা কামড়ানো অবস্থায় ছিল। অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে

শ্মশান,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত