চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানসহ জিয়া পরিবারাক নিয়ে কুরুচিপূর্ণ বা অশালীন স্লোগান এবং মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠন।
‘জাতীয়তাবাদের আরাধ্য অবয়বের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন-এর বাস্তবায়নে এই বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে বের হয়ে পশ্চিম বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্ব বাজারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল হোসেন।
পথসভা সঞ্চালন করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবাযক মো. শহীদ উল্লাহ এবং পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন সর্দার বাবু,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত অনিক প্রমুখ।
পথসভায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের, আহবায়ক কমিটির, সাবেক সদস্য ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, মইনুদ্দিন তপু।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহবায়ক রাশেদ গাজী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান কাজী, মিজানুর রহমান বেপারী, পৌর যুবদল নেতা কাজী মো. শাহাদাত, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হালিম মিজান, যুবদল নেতা, রোমান মিজি, ১ নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ খান, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শাহ আলম বাবুল, ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি যুবদল,ছাত্রদলের নেতা, কর্মীবৃন্দ ও সমর্থকৃন্দ উপস্থিত ছিলেন।