পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে ঈশ্বরদী উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী ছিলেন।
জানা গেছে, দীর্ঘ ২১ বছর পর কারামুক্ত হয়ে হাজারও নেতাকর্মীদের নিয়ে এলাকায় ফিরেন দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন। তাকে বরণ করতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলাদলের কর্মীসহ কয়েক শত নারী। এক পর্যায়ে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে নিয়ে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার সঙ্গে থাকা উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা. মাফরুহা আক্তার বলেন, তার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে নারী কর্মীরা। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ তিনি মাটিতে পড়ে গেলে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান কারামুক্ত শরিফুল ইসলাম তুহিন এ ঘটনায় শোক প্রকাশ করেন।