পরিবেশের ভারসাম্য রক্ষাসহ এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে শেরপুরের নকলায় বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে ২টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন মাদ্রাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম।
এসময় মাদ্রাসাটির সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী মাওলানা মো. হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন জানান, বর্ষাকাল গাছের চারা রোপণের উপযুক্ত সময়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং এলাকা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য ও সুভাষ বৃদ্ধির লক্ষ্যে ফল ও কাঠ জাতীয় গাছের চারা রোপণের পাশাপাশি ফুলদায়ী সুভাষ ছড়ানো গাছের চারা রোপণ করার আহ্বান জানান তিনি।
সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, শেরপুর জেলার প্রবেশদ্বার নকলা উপজেলাকে দৃষ্টিনন্দন করতে উপজেলা ব্যাপী সহস্রাধিক কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে ‘নকলা অদম্য মেধাবী সংস্থা’ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙ্গিনায় ফল ও কাঠ জাতীয় গাছের চারা রোপণের পাশাপাশি অন্তত একটি করে কৃষ্ণচূড়া ও বকুল ফুল গাছের চারা রোপনে আগ্রহী হয়েছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে ২টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
তিনি বলেন, ‘চলতি বর্ষা মৌসুমে মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সুবিধাজনক স্থানে অন্তত ৫টি করে গাছের চারা রোপণের পরামর্শ দেওয়া হয়েছে। এই কর্মসূচি মাসব্যাপী চলবে।’