ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গোপালগঞ্জে এনসিপি'র সমাবেশ মঞ্চে আ.লীগ-ছাত্রলীগের হামলা

গোপালগঞ্জে এনসিপি'র সমাবেশ মঞ্চে আ.লীগ-ছাত্রলীগের হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মনিটের দিকে শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয়। এ সময় মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এর আগে, এই কর্মসূচি ঘিরে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

গোপালগঞ্জ,এনসিপি,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত