ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গোপালগঞ্জে এনসিপির উপর হামলা

চাঁপাইনবাবগঞ্জে আধাঘণ্টা বিশ্বরোড ব্লকেড

চাঁপাইনবাবগঞ্জে আধাঘণ্টা বিশ্বরোড ব্লকেড

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ও সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৬টা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় ব্লক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে প্রায় আধা ঘন্টা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা পণ্যবাহী ট্রাকসহ সাধারণ মানুষজন বিপাকে পড়েন।

এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো-আগুন জ্বালো’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’ ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ-বাংলাদেশ’- বলে স্লোগান দেন। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৩০-৩৫জন শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শুরুর আগে মঞ্চে হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পরে আবারও সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালানো হয়। এরই প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় ব্লকেড কর্মসূচি পালন করা হয়। স্লোগানে-স্লোগানে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বিক্ষোভকারীরা।

ব্লকেড কর্মসূচির বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সদস্য সাব্বির হোসেন বলেন, গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের ওপর হামলা আমরা কখনোই মেনে নেব না। ঘটনার পরই বিশ্বরোড ব্লকেড ঘোষণা করেছি। বিকেল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়। আধা ঘন্টা পর কর্মসূচি শেষ হয়। এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতেই হবে।

ব্লকেড কর্মসূচির বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, শিক্ষার্থীরা শুধু চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় ব্লকেড করেছিল। এসময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেছেন।

এনসিপি,হামলা,ব্লকেড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত