ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গোপালগঞ্জে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান আসিফ মাহমুদের

গোপালগঞ্জে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান আসিফ মাহমুদের

গোপালগঞ্জে চলমান সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে জীবন-মৃত্যুর প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।

আসিফ মাহমুদ বলেন, ‘গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।’

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের শক্তভিত্তি ভেঙে দেওয়া হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং করা হচ্ছে। প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।’

এর আগে, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

এদিকে এনসিপির ওপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

আসিফ মাহমুদ,গোপালগঞ্জে সাধারণ মানুষ,ঘরে থাকার আহ্বান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত