ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

এনসিপি নেতাদের ওপর হামলা, কক্সবাজারে সড়ক অবরোধ

এনসিপি নেতাদের ওপর হামলা, কক্সবাজারে সড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে কক্সবাজারে টায়ারে আগুন জ্বালিয়ে ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের লিংক রোড ও ঈদগাঁ সহ গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ফেসবুকে সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাতের আহ্বানের পরপরই তারা মাঠে নামেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা কক্সবাজারে কর্মসূচি পালন করছেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার সিটি কলেজের সদস্য সচিব সাগর উল ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের ওপর হামলা আমরা কখনোই মেনে নেব না। ঘটনার পরপরই কক্সবাজার লিংকরোডে আমরা ব্লকেড ঘোষণা করেছি। এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতেই হবে।”

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।”

এনসিপি,হামলা,সড়ক অবরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত