ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন বাসযাত্রী নিহত পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার ধনবাড়ি গৌরাঙ্গ বাজারের আব্দুস সামাদের ছেলে মো. আলমগীর হোসেন (৪০) ও জামালপুর জেলার মোকন্দবাড়ি হাজিপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে আশরাফুল (৪২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী মালবোঝাই এক ট্রাক মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ ট্রাকটিকে সরিয়ে নিতে চালককে ডাকাডাকি করছিল। এ সময় পিছন দিক থেকে জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের এক বাস সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসযাত্রী আলমগীর হোসেন (৪০) ও আশরাফুল (৪২) মারা যান। এসময় ট্রাকের সামনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য মিজান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাসযাত্রী শাহাদ ও আ. হামিদসহ ৭ জন আহত হন। পরে আহতদের রংপুর ও মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ও বাস থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, গুরতর আহত পুলিশ সদস্য মিজানকে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন এ ব্যাপারে তিনসদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে ।

ঢাকা-রংপুর,দুর্ঘটনা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত