তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিটফোর্ডসহ সারাদেশের সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল বলেছেন, দেশকে গতিশীল করতে নির্বাচনের বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে যুবদলের একটি বিশাল প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়।
জেলা যুবদলের সভাপতি ও সদ্য জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল এর সভাপতিত্বে ও শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, বিএনপি নেতা আনিছুর রহমান কোকো, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলা, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম কাল্লু, জেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালটু প্রমুখ।
জেলা সভাপতি এএইচ এম সাইফুল্লাহ রুবেল তার শুভেচ্ছা বক্তব্যে জেলা যুবদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, একটি পক্ষ দেশনায়ক তারেক রহমান ও জুলাই আন্দোলনে বিএনপির অংশগ্রহণ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। ২০১৪ সালের নির্বাচনে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন মিথ্যা আশ্বাস দিলেন ডিজিটাল বাংলাদেশের তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আমরা দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় জুলাই আগস্ট আন্দোলনে ঝাপিয়ে পরি এবং ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হন। একটি গণতান্ত্রিক দেশ কেবলমাত্র নির্বাচিত সরকারের দ্বারা নিরাপদ তাই নির্বাচনের বিকল্প নেই।
বিক্ষোভ মিছিলে জেলাসহ পৌর উপজেলা ছাড়াও ডোমার ডিমলা জলঢাকা উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।