ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মহেশখালীতে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

মহেশখালীতে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ছানা উল্লাহ (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে মহেশখালী থানাধীন মোহাম্মদ শাহ ঘোনা সংলগ্ন ফকির জোম এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে জব্দ করা অস্ত্রসহ আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

যৌথ অভিযান,আগ্নেয়াস্ত্র,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত