
সিরাজগঞ্জে চার গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার চর চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ২৪পিস ঢেউটিন, নগদ ৩ হাজার টাকা ও ৫০ কেজি করে চাল।
ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের সহযোগিতা থাকবে। এজন্য তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ, রতনকান্দি ইউপির সচিব জুবায়ের ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে ওই উপজেলার রতনকান্দি ও ছোনগাছা ইউনিয়নের ইটালি, বাহুকা, চিলগাছা ও চরচিলগাছা গ্রামের উপর দিয়ে বয়ে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে ২৪ পরিবার একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এসব পরিবার কয়েক বছর আগে উল্লেখিত ওই ৪ গ্রামের বিভিন্ন স্থানে বসবাস করছিল। কিন্তু ওইদিন আকস্মিক ঘূর্ণিঝড়ে তারা বাড়িঘরসহ সর্বস্ব হারিয়েছে। এছাড়া এসব গ্রামের অনেক পরিবারের ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়েছে। ওইদিন বিকেলে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
এর আগে, কয়েকদিন ধরে স্থানীয়রা ব্যানার টাঙ্গিয়ে সাহায্য তুলে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছে এবং এলাকার অনেকেই ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।