নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় ১০ শিক্ষার্থীর ক্লাসের কার্যক্রম স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ।
রোববার (২০ জুলাই) বিকেলে তাদের ক্লাসের কার্যক্রম স্থগিত করা হয়।
এর আগে, দুপুরে কলেজে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে একদল ছাত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে ১০ শিক্ষার্থীর ক্লাসের কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে উল্লেখিত শিক্ষার্থীদের তাদের অভিভাবকসহ আগামী শনিবার (২৬ জুলাই) কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, যেহেতু এই কলেজটিতে কোন প্রকার রাজনীতিক চর্চা করতে দেওয়া হয় না। সেখানে আমাদের ছাত্ররা কেন রাজনৈতিক স্লোগান দিবে? তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীদেরকে ক্লাসের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যসহ বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, আগামী শনিবার শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবকসহ কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।