বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ এবং রাজধানীর মিটফোর্ডে ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
সোমবার (২১ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি শহরের প্রধান সড়কে জেলা শ্রমিক দল এই কর্মসূচি পালন করে।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. দীপেন দেওয়ান।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও ম্যান্ডেটকে ভয় পেয়েই তারেক রহমানের বিরুদ্ধে আজ সরকার মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ স্লোগানে মেতে উঠেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মিটফোর্ডে যে নির্মম ও বর্বর হত্যাকাণ্ড ঘটেছে, সেটি প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। এ ঘটনার দ্রুত বিচার না হলে শ্রমিক সমাজ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, এডভোকেট সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিমউদ্দিন, কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, মহিলা দলের সভানেত্রী নূর জাহান বেগম পারুল প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমান মানেই গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে কেউ কটূক্তি করলে তা গোটা শ্রমিক সমাজকে আঘাত করে। মিটফোর্ডের ঘটনায় এখনো বিচার না হওয়া প্রমাণ করে-এই সরকার কতটা ব্যর্থ।
বিক্ষোভ ও সমাবেশে জেলা শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।