
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং এসএসসি পরীক্ষায় মেধায় উপজেলায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর জেলা শিক্ষা অফিস ও হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাখেন নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ-র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার একে জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান সঞ্চালন করেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউড়ি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু তাহের আহমাদুল্লাহ,হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ পরান, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটোয়ারী, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা আক্তার, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান,অভিভাবক গাজী সালাউদ্দিন সহ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, আল-কাউসার স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম,বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুর রহিম, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেন, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র, টঙ্গীরপাড় উচ্চ বিদ্যালয়ের মো. প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র রায় সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক,অভিভাবক এবং শিক্ষার্থীরা।
আলোচনা শেষে অতিথিরা কৃতি মেধাবী শিক্ষার্থীবৃন্দকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।