অনলাইন সংস্করণ
১৮:০৪, ২১ জুলাই, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারে তুলে এক যুবককে জিম্মি করে ব্যাংক বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শাহজাহান বাদশা (২৮) শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বাসিন্দা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখন একটি প্রাইভেট কার ঢাকার উদ্দেশে যাত্রী তুলছিল। নিরাপদ মনে হওয়ায় তিনিও সেই গাড়িতে ওঠেন।
গাড়ি চলা শুরু করার কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন যাত্রীদের ছদ্মবেশে থাকা চারজন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করেছে। প্রথমে তার সঙ্গে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর তার চারটি ব্যাংকের কার্ড নিয়ে জোর করে পিন নম্বর আদায় করে আশপাশের এলাকার বিভিন্ন বুথ থেকে সাত ঘণ্টার মধ্যে ধাপে ধাপে সাড়ে ছয় লাখ টাকা তুলে নেয়।
রাত প্রায় ১টার দিকে দুর্বৃত্তরা তাকে মারধর করে গাজীপুর সদরের মেম্বারবাড়ি এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। অন্য একজনের স্মার্টফোনে নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে ঘটনার বিস্তারিত একটি ভিডিও বার্তায় জানান তিনি।
ভুক্তভোগী জানান, পরদিন রোববার সকালে তার ঢাকায় একটি পরীক্ষা ছিল এবং রাতে বিদেশ যাওয়ার কথা ছিল। সেই প্রস্তুতি নিয়েই আগের দিন সন্ধ্যায় রওনা হন তিনি। কিন্তু দুর্বৃত্তদের কবলে পড়ে সব কিছু এলোমেলো হয়ে যায়।
শ্রীপুর থানায় জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল বারিক জানান, ঘটনাটি জয়দেবপুর থানা এলাকায় ঘটলেও যেহেতু তিনি শ্রীপুর থেকে গাড়িতে উঠেছিলেন, তাই পুলিশ নিজ উদ্যোগেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপদ যাতায়াত নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে। পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।