ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারে পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিআরটি এর মোর্শেদ আলম। সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক মো. সেলিম হাসান।

বিশেষ অতিথি হিসেবে বিআরটি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক কামরুল হাসান এসময় আরটিএ-এর কর্মকর্তা ও পেশাজীবী চালকরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

বক্তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পেশাজীবী চালকদের মানবিক আচরণ ও দক্ষতা বৃদ্ধির দিকে আলোকপাত করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে চালকদের সচেতন করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

চালক,প্রশিক্ষণ কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত