ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের সলংগায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী মারুফ শেখ (৪০) নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার হাটিকুমরুল এলাকার রাধারগর ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

মারুফ শেখ জেলার কামারখন্দ উপজেলার মুখবেলাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সন্ধ্যায় উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের উল্লেখিত ব্রিজের উপর একটি কাভার্ডভ্যান মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোনো অভিযোগ না থাকায় রাতেই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে স্থানীয়রা বলছেন, মহাসড়কে পুলিশের টহল তেমন জোরদার নেই। এ কারণে মহাসড়কে সড়ক দুর্ঘটনা এখন বাড়ছে বলে দাবি বিশিষ্টজনদের।

কাভার্ডভ্যান,মোটরসাইকেল,নিহত,নড়ক দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত