ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নোবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামের সম্মুখে রাস্তার ধারে দুটি দেবদারু বৃক্ষরোপণ করেন।

বিশ্ববিদ্যালয়ের স্টেট এন্ড হাউজিং শাখার আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমান, স্টেট এন্ড হাউজিং শাখার প্রশাসক ড. আ.শ.ম. শরিফুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

নোবিপ্রবি,বৃক্ষরোপণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত