
বাংলাদেশ বিমান বাহিনীর সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় উখিয়ায় একাধিক স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) জোহরের নামাজ শেষে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এসময় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া, একই উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় একযোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।