ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

রাজবাড়ীতে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ আন্দোলনের অংশ হিসেবে রাজবাড়ীতে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে পরিবেশবিষয়ক সংগঠন ‘প্রকৃতি ও জীবন ক্লাব’।

বুধবার (২৩ জুলাই) সকালে রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চালতা, বকুল, অর্জুন, হরতকি, আমড়া, আমলকী, কৃষ্ণচূড়া, চিত্রাসী ও কাঠবাদামসহ নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা উদীচী শিল্পগোষ্ঠী সাধারণ সম্পাদক এজাজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের রাজবাড়ী প্রতিনিধি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুজ্জামান, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. বিজন কুমার বোস, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুর রহিম মোল্যা, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সাবেক কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকার, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. সাজিদ হোসেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক রুবেলুর রহমান, সদস্য কামাল হোসেন, প্রতিদিনের বাংলাদেশের রাজবাড়ী প্রতিনিধি শাখাওয়াত হোসেন, সকালের শিরোনাম পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা শিক্ষার্থীদের নিজেদের বাড়ির আঙিনা ও আশপাশে চারা রোপণ এবং পরিচর্যার আহ্বান জানান।

শিক্ষার্থী,গাছের চারা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত