ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরা

সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ

সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংবাদিক আমিনুর রহমানসহ অন্যরা। সমাবেশ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দখলদার বারী ও সাঈদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত ৩০ জুলাই নিরীহ সাংবাদিকদের ওপর নগ্ন হামলা করে। এতে দুইজন গুরুতরসহ ২০ জন সাংবাদিক কমবেশি আহত হন। হামলার ভিডিওসহ প্রমাণ থাকার পরও পুলিশ ওই দখলদারদের পক্ষাবলম্বন করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ করা নিন্দনীয়। এখনো ওইসব ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

বক্তারা বলেন, অবিলম্বে ওই দখলদারদের কবল থেকে প্রেসক্লাব উদ্ধারপূর্বক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, তা না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

হামলা,গ্রেপ্তার,সাংবাদিক সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত