
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা স্বপনের উদ্যোগে বলাখাল-রামপুর সড়কের মেরামত কাজ শুরু হয়েছে।
টানা বর্ষণের ফলে সড়কে ছোট-বড় গর্ত ও কর্দমাক্ত অবস্থার সৃষ্টি হলে সাধারণ জনগণের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দেয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনকে অবহিত করেন এবং তার পরামর্শে নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার কাজ শুরু করেন।
বুধবার (২৩ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউপি চেয়ারম্যান নিজেই সংস্কার কাজে উপস্থিত থেকে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
স্থানীয় পথচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, বলাখাল-রামপুর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এই সড়ক দিয়ে রামপুর বাজার, সাহেব বাজারসহ আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সড়কের কর্দমাক্ত ও গর্ত যুক্ত অংশে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটতো।
স্থানীয় সিএনজি চালক মো. শামীম হোসেন বলেন, “আমি সিএনজি চালক। ভাড়া নিয়ে প্রতিদিন হাজীগঞ্জ থেকে রামপুর বাজার হয়ে সাহেব বাজার যাতায়াত করি। বলাখাল হতে রামপুর বাজার পর্যন্ত রাস্তায় কাদা ও ছোট বড় গর্ত থাকার কারণে খুব দুর্ভোগ পোহাতে হতো। আজকে রাস্তার সংস্কার কাজ করা দেখে খুব ভালো লেগেছে। আমি সিএনজি ড্রাইভারদের পক্ষে থেকে ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন ভাই এর জন্য দোয়া করছি।মহান আল্লাহ ইউপি চেয়ারম্যানের মঙ্গল করুন।”
চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন বলেন, “বৃষ্টির কারণে সড়কে বড় গর্ত তৈরি হয়েছে। জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে মেরামতের কাজ করেছি। মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব। আমি বিষয়টি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন স্যারকে অবহিত করি। স্যারের নির্দেশে এবং পরামর্শে আমি সড়ক সড়ক এর উদ্যোগ নিয়েছিসড়ক
এলাকাবাসীর আশা, সড়ক সংস্কারের মাধ্যমে দুর্ভোগ লাঘব হবে এবং যান চলাচল স্বাভাবিক হলে স্থানীয় অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। জনসেবামূলক এ কাজের জন্য চেয়ারম্যান স্বপনের ভূয়সী প্রশংসা করছেন সকলে।