ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন এলাকায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য অখিল চন্দ্র রায় (৬০), ১নং রুহিয়া ইউনিয়ন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ এর সভাপতি ঘনীবিষ্ণুপুর গ্রামের মো. মইনুল হক এর ছেলে মো. সাহিরুল ইসলাম (৪৫), রংপুর মহানগর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহিয়া ঘনিমহেশপুর এলাকার মো. দাইনুল ইসলামের ছেলে মো. রিয়াদ আহম্মেদ রিপন (২২) ও ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মন্ডলদাম ৮ নং ওয়ার্ড মেম্বার শ্রী কামিনী মোহন রায় (৫৫)।

এ বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঠাকুরগাঁও সদর থানার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা সদর থানার ওসির সাক্ষাৎকার নেন। এই বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। গ্রেপ্তারকৃতদের ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে।

আ.লীগ,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত