ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাজশাহীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’র শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে এসএসসি দাখিল, এইচএসসি আলিম এবং কারিগরি’র মোট ৩৯ জন শিক্ষার্থীদের মাঝে অর্থ, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম নূর হোসেন নির্ঝর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সহকারী পরিচালক মো. আলমাছ উদ্দিন।

এসময় ভারপ্রাপ্ত রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব, পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহা. আশরাফুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী,পুরস্কার বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত