ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে তিন নারীসহ ৪ জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে তিন নারীসহ ৪ জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের পৃথক দুটি এলাকা থেকে তিন নারীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন- শাহজাদপুর উপজেলার নরিনা দাঙ্গাপাড়া গ্রামের স্বপনের স্ত্রী মহনা খাতুন (২২), খাড়ুয়া জংলা গ্রামের সাহান সরকারের স্ত্রী খুশি খাতুন (৪২), বাতিয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী শিরিন খাতুন (৪০) ও চৌহালী উপজেলার অজ্ঞাত এক যুবকের নাম পরিচয় মেলেনি।

পুলিশ জানায়, বুধবার রাতে দাম্পত্য কলহকে কেন্দ্র করে মহনা গলায় দড়ি দিয়ে ও খুশি খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে এবং বৃহস্পতিবার দুপুরে শিরিন খাতুন বাড়ির পাশের ডোবাতে কাপড় পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। এদিকে দুপুরে চৌহালী উপজেলার যমুনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং গৃহবধূ মহনা ও অজ্ঞাত যুবকের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া কোনো অভিযোগ না থাকায় গৃহবধূ শিরিন খাতুন ও খুশি খাতুনের লাশ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

নারী,লাশ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত