ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বেনাপোল থেকে ৩০ লক্ষ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট আটক

বেনাপোল থেকে ৩০ লক্ষ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট আটক

যশোরের বেনাপোলে ৯ হাজার ৮০০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেছে বিজিবি। যার আনমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৪০ হাজার টাকা।

শুক্রবার রাত ৩টার দিকে বড় আঁচড়া বটতলা পাকা রাস্তার উপর থেকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের সদস্যরা এই ট্যাবলেটগুলো আটক করে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এনে বেনাপোলের বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করছে।

এমন সংবাদে অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর নির্দেশে বেনাপোল বিওপির হাবিলদার মোঃ মামুনুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল বড় আচড়ার বটতলা পাকা রাস্তার উপর থেকে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেন। তবে চোরাচালানিদের কাউকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা আগেই পালিয়ে যান।

যৌন উত্তেজক ট্যাবলেট,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত