ঢাকা শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে পড়ে মো. আনাস (দেড় বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. আবু আহমেদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা ও পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় আনাস বাড়ির বাইরে রাখা একটি বড় রঙের বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে বালতির পানির মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান।

তাকে দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুর মৃত্যু,পানিতে ডুবে,বালতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত