ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মিথ্যা সাক্ষ্যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল: এটিএম আজহার

মিথ্যা সাক্ষ্যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল: এটিএম আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘আমি কখনও ঝাড়ুয়ার বিল আসিনি বা চিনি না, অথচ আমাকে মিথ্যা আসামি বানিয়ে এবং মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘ আট বছর আমি ফাঁসির কনডেম সেলে বন্দি ছিলাম। আল্লাহর কৃপায় আজ বেঁচে আছি এবং আপনাদের সামনে কথা বলতে পারছি।’

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঝাড়ুয়ার বিল বধ্যভূমি এলাকায় আয়োজিত এক কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ঝাড়ুয়ার বিলে যে গণহত্যা চালিয়েছিল, সেই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তাঁর নামে দায় চাপানো হয়েছিল। এমনকি ৭ কিলোমিটার দূর থেকে ‘দেখা’ কথিত স্বাক্ষীদের ভিত্তিহীন বক্তব্য গ্রহণ করে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।

তিনি আরও বলেন, ‘গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। যারা এই দেশে দুর্নীতি করে সম্পদ লুটে দেশ ছেড়ে পালিয়েছে, তারা কখনও দেশের মানুষের বন্ধু ছিল না, ভবিষ্যতেও হতে পারবে না।’

এই সময় তিনি দেশপ্রেমিক রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান।

এর আগে সকাল ১১টায় তিনি ঢাকা থেকে সড়কপথে বদরগঞ্জের শেখের হাট শিমুলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গিয়ে ‘জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ’ রেজওয়ানের কবর জিয়ারত করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রামনাথপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শামসুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর জেলা আমির অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী।

এছাড়া বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান খান, উপজেলা নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ মিনহাজুল ইসলাম ও রামনাথপুর ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন।

এটিএম আজাহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিগত ১৪ বছর ধরে বিরোধী মতের হাজার হাজার নেতা-কর্মীকে গুম, হত্যা, জেল-জুলুমের শিকার হতে হয়েছে। এসব অন্যায়ের ফলেই দেশের জনগণ জেগে উঠে বর্তমান পরিবর্তন এনেছে।

এটিএম আজহার,ফাঁসির আদেশ,মিথ্যা সাক্ষ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত