ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদাবাজি-সালিশবাজি বিএনপির আদর্শ নয়: মো. শাহজাহান

চাঁদাবাজি-সালিশবাজি বিএনপির আদর্শ নয়: মো. শাহজাহান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, ‘আমরা অশান্তির জন্য নয়, শান্তির জন্য রাজনীতি করি। চাঁদাবাজি, সালিশবাজি—এগুলো আমাদের রাজনৈতিক আদর্শ নয়। আমাদের আদর্শ হচ্ছে মানুষের সেবা করা, উন্নয়ন করা, এবং জনগণকে ভালোবাসা।’

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সদর উপজেলার খলিফার হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে, সকালে তিনি জেলা সদরের পশ্চিমাঞ্চলের চরমটুয়া, পূর্ব চরমটুয়া, কালাদরাপ, দাদপুর, নোয়ান্নই ও বিনোদপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।

মো. শাহজাহান আরও বলেন, ‘বিএনপির কেউ যদি আইনশৃঙ্খলা নষ্ট করে বা মানুষের শান্তিতে বিঘ্ন ঘটায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে আছি।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মো. শাহজাহান,বিএনপি,চাঁদাবাজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত