ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় ৯ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-গুলি

উখিয়ায় ৯ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-গুলি

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব-১৫-এর বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও ৯ মামলার পলাতক আসামি মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনু সালাম ডাকাত (৩৫) গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড তাজা গুলি এবং একটি খালি খোসা উদ্ধার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আনু সালাম উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, আনু সালামের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, বনভূমি দখলসহ মোট ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে উখিয়া ও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত ছিল।

সূত্র জানায়, প্রথমে এপিবিএন তাকে ধরতে অভিযান চালালেও ব্যর্থ হয়। পরে জেলা পুলিশের অনুরোধে র‍্যাব-১৫ সাঁড়াশি অভিযানে নামে এবং এক সপ্তাহ চেষ্টার পর ২৫ জুলাই রাতে তাকে আটক করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানায়, দলীয় প্রভাব খাটিয়ে আনু সালাম দীর্ঘদিন ধরে সরকারি বনভূমি দখল করে ঘর নির্মাণ, সংরক্ষিত এলাকায় বসবাসকারীদের কাছ থেকে চাঁদা আদায়, অপহরণ ও ডাকাতিসহ একাধিক অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে বহুবার অভিযোগ করা হলেও এতদিন সে ছিল ধরাছোঁয়ার বাইরে।

আটক আনু সালামের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

অস্ত্র-গুলি,আসামি গ্রেপ্তার,৯ মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত