নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় ডাব চুরি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাব চুরির অভিযোগকে কেন্দ্র করে সাকিব ও শাহাদাতের নেতৃত্বে একদল দেশীয় অস্ত্রসহ অপর পক্ষের রাহিম ও সাকিবসহ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহতদের বেগমগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের পক্ষ থেকে সামছু মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’