ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

৩০ হাজার ইয়াবা পাচারকালে বিজিবির হাতে যুবক গ্রেপ্তার

৩০ হাজার ইয়াবা পাচারকালে বিজিবির হাতে যুবক গ্রেপ্তার

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ইমরান (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। আটক যুবক উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার আবদুর রহিমের ছেলে।

রামু ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল মরিচ্যা রাবার ড্যাম চেকপোস্টে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশাকে থামিয়ে যাত্রী ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে তার সঙ্গে থাকা ব্যাগে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘মাদক আজ জাতীয় দুর্যোগে রূপ নিয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশের যেকোনো চেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রতিহত করবো। মরিচ্যা চেকপোস্টে চালানো এই অভিযান তারই অংশ।’

তিনি আরও বলেন, ‘রামু ব্যাটালিয়ন সবসময় সীমান্ত অপরাধ দমনে তৎপর রয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।’

যুবক গ্রেপ্তার,বিজিবি,ইয়াবা পাচার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত