জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি— এমন একটি সংবিধান চাই যেখানে জনগণের অধিকার, মর্যাদা এবং প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।’
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘সিলেটের মানুষের সম্মান ও মর্যাদার কথা নতুন সংবিধানে থাকতে হবে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমবেত হয়ে আমরা ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আন্দোলন আরও বেগবান করব। ইনশাআল্লাহ, এই শহীদ মিনার থেকেই আমরা তা আদায় করব।’
তিনি আরও বলেন, ‘এই সিলেট বহু সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সিলেট গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। একইভাবে জুলাই অভ্যুত্থানেও সিলেট বুক চিতিয়ে লড়েছে বাংলাদেশের পক্ষে।’
প্রবাসী সিলেটিদের অবদান স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানি, লন্ডনে বাংলাদেশিদের বড় একটি অংশ সিলেটি। তারা লন্ডনের স্কুল, মসজিদ, রেস্টুরেন্ট ও রাস্তায় ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছে। আমরা সেইসব প্রবাসী ভাইদের ভোটাধিকার প্রতিষ্ঠার কথাও বলছি।’