‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের তাড়াইলে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন।
অনুষ্ঠানে শপথ পাঠের মাধ্যমে একটি উন্নত, মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই পুনর্জাগরণ একটি সময়োপযোগী সামাজিক আন্দোলন। এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব। তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মাঠ পর্যায়ে করণীয় নির্ধারণে দিকনির্দেশনা দেবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহযোগী হিসেবে কাজ করবে।
বক্তারা আরও বলেন, জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি উন্নত, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তোলা এই আয়োজনের মূল লক্ষ্য। এটি একটি সামাজিক উদ্যোগ, যা জুলাই মাসের ঐতিহাসিক তাৎপর্যকে কেন্দ্র করে সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, গণঅধিকার পরিষদের তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সমাজসেবকগণ।