রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আজিম (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাকদুল এলাকার কাশেম মণ্ডলের ভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাদ পাট্টা পশুরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আহত আজিম মৌরাট পূর্ব বাকদুল গ্রামের আকুব্বর মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. ফারুক ও নিহতের ভাই আবু তালহা জানান, আবু সাদ পাংশা হাসপাতালে এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে আবু সাদ মারা যান।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।