ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে আলোচিত প্রবাসী হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে আলোচিত প্রবাসী হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর বহুল আলোচিত প্রবাসী আল-আমিন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার পাবনার আমিনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের আলাউদ্দিন শেখ ওরফে আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম (৩৮) এবং সাগরকান্দি গোবিন্দপুর গ্রামের মো. মোরশেদ সরদারের ছেলে মো. রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।

শনিবার (২৬ জুলাই) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, নিহত প্রবাসী আল-আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ এপ্রিল সকালে তিনি তার আত্মীয়দের সঙ্গে রাজবাড়ীর ঢালার চরে এক পাত্রী দেখতে যান। পরে দুপুরে ফেরার পথে তার ফুপাতো বোন জামাই মেঘা সরদার তাকে মোটরসাইকেলে করে গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজার এলাকায় নিয়ে যান।

সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা—আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা ও আরও কয়েকজন চারটি মোটরসাইকেলে এসে আল-আমিনকে মারধর ও ছুরিকাঘাত করে যমুনা নদীতে ফেলে দেয়। পরদিন সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মামা লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানার ওসি রাকিবুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহবুবুল করিম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বিকেলে পাবনার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি শাহ আলী ও সন্দেহভাজন রুবেল সরদারকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এই মামলায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মেঘা সরদার, আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা, শাকিল ও ছোট রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

দুই আসামি গ্রেপ্তার,প্রবাসী হত্যা মামলা,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত