ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁ সীমান্ত দিয়ে কাঠ পাচারকালে বিজিবির হাতে আটক ৫

নওগাঁ সীমান্ত দিয়ে কাঠ পাচারকালে বিজিবির হাতে আটক ৫

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে আকাশমনি কাঠ পাচারের সময় পাঁচ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কাঠ বহনকারী একটি সোনালিকা ট্রাক্টরও জব্দ করা হয়।

শনিবার (২৬ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার শিমুলতলী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) একটি বিশেষ টহল দল।

আটককৃতরা হলেন ধামইরহাট উপজেলার চকহরিপুর গ্রামের অমল চন্দ্র বর্মণ (৩৫), লিটন বর্মণ (২৮), নরেশ বর্মণ (৩২), সেলিমপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৫) এবং উদয়শ্রী গ্রামের হামিদুল ইসলাম (২৫)।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বস্তাবর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠ পাচারচক্রকে ধরে ফেলে। কাঠগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আটকদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে জব্দকৃত কাঠ বনবিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।

এছাড়া সীমান্ত এলাকায় গরু, মাদক, কাঠ পাচারসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আটক ৫,বিজিবি,কাঠ পাচার,নওগাঁ সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত