মুন্সীগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা এবং দীর্ঘস্থায়ী সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও সমাজকর্মীরা। এসব সড়কের টেকসই মেরামতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘দুর্জয় তারুণ্য’।
শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, সদরের ‘পেট্রোলপাম্প থেকে মানিকপুর দশতলা’ ও ‘মানিকপুর দশতলা থেকে কাটাখালি’ পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে এসব সড়কের নিচে গ্যাস লিকেজের সমস্যাও দেখা দিয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
তারা বলেন, শুধু সংস্কার করলেই হবে না—টেকসইভাবে এবং মান বজায় রেখে সংস্কার করতে হবে। একই সঙ্গে বাজেটের অপব্যবহার ও টেন্ডারবাজি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
দাবি পূরণ না হলে আগামীতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
দুর্জয় তারুণ্যের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ রুইয়ামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিডি ক্লিনের উপ-সমন্বয়ক রিফাত হোসাইন, দুর্জয় তারুণ্যের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম রহমান বৃন্ত, জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তামিম, ইউনাইটেড যুব ফোরামের সভাপতি সাইফুল বিন বাড়ি এবং মুন্সীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁই।