ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘এখনো আমরা সব অস্ত্র উদ্ধার করতে পারিনি। তবে নির্বাচন শুরুর আগেই বাকি অস্ত্রগুলোও উদ্ধার করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।’

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচনে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। তাদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট রয়েছে। তারপরও অতিরিক্ত কোনো সহায়তা দরকার হলে আমরা তা নিশ্চিত করবো।’

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন, তবে বিভ্রান্তি সৃষ্টি হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবসময় সত্য তথ্য প্রকাশ করা হয়। এতে জনগণও সচেতন হবে। কিছু স্বার্থান্বেষী মহল সবসময় সমস্যা তৈরির চেষ্টা করে, তবে আমরা সতর্ক আছি।’

জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত মামলার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক মামলার অগ্রগতি শুরু হয়েছে। তবে কিছু মামলায় উদ্দেশ্যমূলকভাবে অগণিত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজন্য তদন্তে কিছুটা সময় লাগছে। নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যে সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা,অস্ত্র উদ্ধার,নির্বাচনের আগে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত