ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ধর্ষণ মামলায় সাজা হওয়ায় বাদীকে কুপিয়ে জখম, নিরাপত্তাহীনতায় পরিবার

ধর্ষণ মামলায় সাজা হওয়ায় বাদীকে কুপিয়ে জখম, নিরাপত্তাহীনতায় পরিবার

জামালপুর শহরের বেলটিয়া এলাকায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের ১০ বছরের সাজা ঘোষণার পর বাদীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ধর্ষকের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আমির হোসেন সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, ২৫ জুলাই সকালে পরিকল্পিতভাবে শফিকুল ইসলাম, তার স্ত্রী কাকলি ও সাজাপ্রাপ্ত ছেলে কাওছার দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। প্রতিবাদ করলে অভিযুক্ত শফিকুল ইসলাম দা দিয়ে আমির হোসেনের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়াও তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এবং সুযোগ পেলেই আরও বড় ক্ষতির হুমকি দেয়। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযুক্ত শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা আমাদের বাড়িঘরে হামলা করেছে। ধস্তাধস্তিতে কার আঘাতে কী হয়েছে জানি না।’ তিনি আরও দাবি করেন, ধর্ষণের ঘটনায় তিনি অর্থ দিয়ে মীমাংসার চেষ্টা করেছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিরাপত্তাহীনতায় পরিবার,কুপিয়ে জখম,ধর্ষণ মামলা,সাজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত