ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রবির ডিপিপি’র অনুমোদন পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রবির ডিপিপি’র অনুমোদন পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রæত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন নাসিম উদ্দিন মালিথা পরিষদের নেতৃবৃন্দ, জামায়াত ইসলামী, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা ওই বিসিক এলাকায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়ক অবরোধ করে রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এ সময় জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সরকারের প্রতি আহŸান আজকের একনেক সভায় রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন করে ক্যাম্পাস নির্মাণের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন এবং শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের সভাপতি মির্জা হুমায়ুন বলেন, রবি নির্মাণের জন্য কোনো ভূমি অধিগ্রহণের দরকার নেই। এরপরেও ডিপিপি অনুমোদনে বাধা কোথায়? ফোরামের নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবি জানান যেন আজকের একনেক সভায় রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন দেয়া হয়।

এ সময় রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়–য়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে দেন এবং গণমাধ্যম কর্মীরা ভিসির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এই প্ল্যাকার্ডের কথাই আমাদের বক্তব্য। রবির ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ¯েøাগানে ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে । দুপুরের দিকে পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা করে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। উল্লেখ্য, আগামীকাল ২৮ জুলাই রবির অ্যকাডেমিক ভবন-৩ সংলগ্ন ওই মহাসড়কে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হবে। সেইসাথে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের মানববন্ধন চলমান থাকবে।

মানববন্ধন,ডিপিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত