ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

স্ত্রী হত্যা মামলায় ফের কারাগারে চাঁদপুরের আ.লীগ নেতা

স্ত্রী হত্যা মামলায় ফের কারাগারে চাঁদপুরের আ.লীগ নেতা

চাদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম মিজিকে স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি হত্যা মামলায় আবারো কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল (১) এর বিচারক আমিরুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ জুন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জহিরুল ইসলামের স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসায় হত্যার শিকার হন। ওই ঘটনায় ফেন্সির ভাই মো. ফোরকান উদ্দিন খাঁন বাদী হয়ে ৫ জুন চাঁদপুর সদর মডেল থানায় মামলা করে। ওই মামলায় অ্যাড. জহিরুল ইসলামসহ ৪জনকে এজহারভুক্ত আসামি এবং অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার প্রধান আসামি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ৬ জুন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওই মামলায় তারা কারাভোগ করে জামিনে মুক্ত হন। ওই সময় বিচারক অ্যাডভোকেট জহিরকে চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিন দেয়। আজ চার্জ গঠন করে শুনানির দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে এই মামলাটি তদন্ত শেষে তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ২০১৮ সালের ২৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, আসামি জহিরুল ইসলাম চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিনে ছিলেন। আজকে শুনানি হয়েছে। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটির সাক্ষ্য গ্রহণ করা হবে।

হত্যা মামলা,কারাগার,আ.লীগ নেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত