
জাতি, বর্ণ, ধর্ম ও রাজনৈতিক মতের ভিত্তিতে বিভক্ত করে বাংলাদেশকে এবং দেশের মানুষকে অনেক পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে এই জাতিকে আর কোনো দ্বিধা–বিভক্ত করতে দেব না, ইনশাআল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জাতী, বর্ণ, ধর্মের উপর বিভক্ত করে এই দেশকে, দেশের মানুষকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক দলমতের ভিত্তিতে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, খুন গুমের স্বীকার হতে হয়েছে। আমরা আর এসব চাই না। এবারের বন্দোবস্ত হবে জনগনের সেবার জন্য সরকার গঠন করা। আমরা নির্বাচিত হলে এই জাতিকে আর কোন দ্বিধা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে যেই বাংলাদেশ গঠন করা হবে সেটি হবে তারুন্যের বাংলাদেশ, যৌবন দিপ্ত বাংলাদেশ। সকল বাঁধা ডিঙ্গিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা তরুনদের নিয়ে এবার এগিয়ে যাচ্ছি।
জামায়াত আমির বলেন, যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও আমরা ডাকবো, আমাদের সঙ্গে মিলে কাজ করুন। তবে কোন অপরাধ করা যাবে না, ব্যাংক ডাকাতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া যাবে না, বিচারিক কাজে হস্তক্ষেপ করা যাবে না। এটা মেনে নিতে হবে।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, যে জুলাইয়ের কারনে আমরা আজ জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জুলাইকে সম্মান করতে হবে। জুলাইকে ধারন করে ১৮ কোটি মানুষের স্বার্থে এগিয়ে যেতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, এদেশে মুসলমান ছাড়া আরো তিনটি ধর্মের মানুষ বসবাস করে। আপনাদের সকল ধর্মীয় অধিকার, পূর্ণ স্বাধীনভাবে পালন করবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রের দায়ীত্ব পালনে কারো ধর্ম দেখা হবে না। সেই ক্ষেত্রে দেখা হবে কর্মকর্তা সেই কাজের যোগ্য কিনা, তার মধ্যে দেশ প্রেম আছে কিনা।
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, আমরা শিক্ষার অমূল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে আমরা এগুতে পারবো না। ‘বেটার এডুকেশন, বেটার নেশন’। এডুকেশন ভাল না হলে একটা ভাল জাতি আমরা গঠন করতে পারবো না।
জামায়াত আমির বলেন, আগামীতে যারাই সরকার গঠন করবে তাদেরকে জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গিকার দিতে হবে। আমরা আর এই জাতির বিভেদ করতে চাই না। ধর্ম বর্ণ গোষ্ঠী পরিবার, কারো স্বার্থ দেখব না, স্বার্থ দেখব শুধু জনগণের ইনশাআল্লাহ।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা ১০ আসনের প্রার্থী ইয়াসিন আরাফাত, কুমিল্লা মহানগর সেক্রেটারী মাহবুবুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।