
রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা বলেছেন, আজকের এই পুরস্কার তোমাদের বছরের পর বছরের পরিশ্রমের ফসল। তবে মনে রাখতে হবে, শুধু ভালো রেজাল্ট করলেই হবে না—ভালো মানুষ হতে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ৩৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
রিফাত আসমা তার বক্তব্যে আরও বলেন, তোমাদের সাফল্য প্রমাণ করে, চেষ্টার কোনো বিকল্প নেই। এই পুরস্কার যেন ভবিষ্যতে আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়। তোমাদের মধ্যে থেকেই কেউ হবে ডাক্তার, কেউ হবে শিক্ষক, কেউ রাষ্ট্র পরিচালনা করবে—তবে শর্ত একটাই, ভালো মানুষ হতে হবে।
তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে। তোমাদের সাফল্য যেন অন্যদের জন্য পথ দেখায়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নিখিল চাকমা ও পুস্পিতা খান। বরাদম সুরবালা বিদ্যাপীঠের শিক্ষার্থী নিখিল চাকমা বলেন, আমি নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে প্রতিনিয়ত আর্থিক চাপ থাকলেও আমি চেষ্টা চালিয়ে গেছি। এই পুরস্কার শুধু অর্থনৈতিক সহায়তা নয়, আমার আত্মবিশ্বাসেরও প্রেরণা।
পুস্পিতা খান জানান, এই সম্মান ও সহযোগিতা আমার ভবিষ্যতের পথকে আরও উজ্জ্বল করে তুলবে। আমি এখন আরও বড় স্বপ্ন দেখতে পারি।
অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা সুরিৎ কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, রাঙামাটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. মনছুরুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন চাকমা।
অনুষ্ঠানটি আয়োজন করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস, রাঙামাটি। পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসআইজিআইপি) প্রকল্পের আওতায় ৩৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।