ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সুপারি পাতা কুড়িয়ে নেওয়ায় বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে আহত

সুপারি পাতা কুড়িয়ে নেওয়ায় বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে আহত

জামালপুরের সরিষাবাড়ীতে সুপারি গাছের পাতা কুড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে জালাল উদ্দিন (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত জালাল উদ্দিন ওই গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জালাল উদ্দিন। বাড়ির কাছে এসে তিনি রাস্তার পাশে পড়ে থাকা একটি মরা সুপারি গাছের পাতা (খোল) কুড়িয়ে নেন। এ সময় গাছের মালিক ও প্রতিবেশী মৃত বজলুর রহমানের ছেলে নাসির উদ্দিন পেছন থেকে এসে জালালকে বেধড়ক মারধর করে।

জালালের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাতে আহতের ভাতিজা রাশেদুল ইসলাম রাজু বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য থানার এএসআই শাহাদাৎ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পিটিয়ে আহত,বাকপ্রতিবন্ধী,সুপারি পাতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত