ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) শহরের রেলগেট ট্রাফিক মোড় চত্বরে ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী জেলা চাই আন্দোলনের আহ্বায়ক রাজিবুল আলম ইভান, প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু ও সাংবাদিক সেলিম আহমেদ।

এ সময় বক্তারা বলেন, কিন্ডারগার্ডেন স্কুল ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে দিন দিন সামাজিকভাবে এসব প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং উল্লেখযোগ্য অবদান রাখাসহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্যে অর্জন করে। অথচ, গত ১৭ ই জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত প্রজ্ঞাপনে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা যুগ যুগ ধরে চলে আসছে। অথচ বর্তমান প্রজ্ঞাপনে বৈষম্যমূলকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। যা শিক্ষা ক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে। জাতি যখন বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ তখন এমন সিদ্ধান্ত শিক্ষা ক্ষেত্রে বিভেদ তৈরি করবে। অতীতে দেখা গেছে, বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন।

তারা বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবি করে প্রধান উপদেষ্টার নিকট আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পূর্বের ন্যায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান। ‎

পরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাসের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আয়োজিত কর্মসূচিতে ঈশ্বরদীর বিপুল সংখ্যক কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বৃত্তি পরীক্ষা,কিন্ডারগার্টেন শিক্ষার্থী,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত